চরফ্যাশন সংবাদদাতাঃ
ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে এসআই মোঃ সিদ্দিকুর রহমান ও এসআই সাইফুল ইসলামসহ সংগীয় ফোর্স বিএড কলেজ সংলগ্ন স্থান থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের রাজ্জাক দালালের ছেলে মনির দালাল (২৬), ওসমানগঞ্জ ২নম্বর ওয়াডের মামুন পাটওয়ারীর ছেলে মুসফিকুল আলম রাফি (২৬) ও হালিমাবাদ গ্রামের আহম্মেদ এর ছেলে ইলিয়াছ হাওলাদার (৩২)।
বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোরাদ হোসেন জানান, এঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত