আমিনুল ইসলাম, চরফ্যাশনঃ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলার চরফ্যাশন উপজেলার ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে।
বুধবার ৯ (আগস্ট) সকালে ব্রজ গোপাল টাউনহলে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহারের দুই শতাংশ জমি সহ সেমি পাকা ঘরের দলিল ও চাবি তালিকাভুক্ত অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয়।
ঘর হস্তান্তের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন, ইউএনও নওরীন হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন প্রমূখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত