1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

চরফ্যাশনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৪

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সড়কের ব্রাদার্স ফিল্ম স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু লালমোহন উপজেলার ফুলবাগিচা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.আবদুল শহিদের ছেলে।

এ ঘটনায় আহত মো.তামিম (২৫), মো.মাসুম (২৫) ও মো.বেল্লাল (৩৫) চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের বাসিন্দা এবং অপর মোটরসাইকেল চালক নিহত বাচ্চু ও তার সাথে থাকা আহত সোহাগ (৩৮) লালমোহন উপজেলার বাসিন্দা।

জানাগেছে, সোমবার রাতে তামিম, মাসুম ও বেল্লাল একই মোটরসাইকেলে চরফ্যাশন থেকে দক্ষিণ আইচা যাওয়ার সময় অপর মোটরসাইকেলে বাচ্চু ও সোহাগ দক্ষিণ আইচা থেকে ব্রাদার্স ফিল্ম স্টেশনের সামনে আসলে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহীরা গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!