শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশনে উঁচু গাছ থেকে পরে মো.বশির মাঝি (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজার সংলগ্ন শফিউল্লাহ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে।
মৃত বশির মাঝি পশ্চিম এওয়াজপুর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আবু মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, ছালাউদ্দিন খাঁ নামের এক কাঠ বেপারির সাথে দিন মজুর হিসেবে কাজ করতেন তিনি। বৃহস্পতিবার সকালে মিস্ত্রি বাড়িতে একটি গাছের ডাল কাটতে প্রায় ৩০ ফুট উঁচুতে ওঠেন তিনি। হটাৎ গাছের ডাল ভেঙে মাটিতে পরে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শ্রমিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত