সেলিম রানা চরফ্যাশনঃ ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার
দু’টি ইউনিয়ন পরিষদের (ইউপি) শূন্য চেয়ারম্যান ও সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
৯নং চরমানিকা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ও ঢালচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।
১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ২২ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৩ সালের ১৭ নভেম্বর চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার মৃত্যুবরণ করেন ও ঢালচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আঃ শহিদ ভুট্টো মারা যাওয়ায় পদ দুটি শূন্য হয়ে যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত