1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় লালমোহনের ডাচবাংলা ব্যাংকের এজেন্ট মুকুল গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় এজেন্ট রাসেল শাহিন ওরপে আরএস মুকুল (৪০) কে গ্রেফতার করেছেন পুলিশ।

মঙ্গলবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। মুকুল চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের মো: মোতাহারের ছেলে।

জানা যায়, লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এজেন্ট ছিলেন রাসেল শাহিন ওরপে আরএস মুকুল। সেখানে গ্রাহকদের জমানো প্রা এক কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। গ্রাহকদের সাথে সাথে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এজেন্ট আবুল বাশারেরও সাড়ে চার লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে যায় মুকুল। এ ঘটনায় মুকুলের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেন আবুল বাশার। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুকুলকে গ্রেফতার করে লালমোহন থানায় নিয়ে আসে পুলিশ।

এদিকে মুকুলকে গ্রেপ্তারের সংবাদ পেয়ে লালমোহন থানায় ভীড় জমান প্রতারণার শিকার গ্রাহকরা। গ্রাহক নারায়ণ চন্দ্র মজুমদার, নুরুন নাহার, আছিয়া, শুবংকর মিস্ত্রি, তামিমসহ সকলের অভিযোগ, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে টাকা রাখলে বেশি লাভের লোভ দেখিয়ে টাকাগুলো আত্মসাৎ করেন মুকুল। এরপর ব্যাংকে তালা মেরে আত্মগোপনে চলে যান তিনি।

লালমোহন থানার এসআই অপূর্ব কুমার জানান, রাসেল শাহিন আরএস মুকুলের বিরুদ্ধে মামলা রুজু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশত্যাগ করে কাতার যাওয়ার জন্য বিমানবন্দরে আছে মুকুল। এসময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!