ডেস্ক রিপোর্টঃ গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রাশেদ খান।
সোমবার (১০ জুলাই) ফকিরাপুলের প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।
নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বর্তমান সদস্য সচিব নুরুল হক নূর ছাড়াও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খান ও হাসান আল মামুন।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১৬ জন। এর মধ্যে উচ্চতর পরিষদের ভোটার সংখ্যা ১২৬। বাকিরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় স্থান পেয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত