খুলনা প্রেস ক্লাবের সদস্য ও একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও কুৎসা রটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় মহানগরীর পিকচার প্যালেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুনিল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম সোহাগ,সাবেক খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব,খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শামিমুজ্জামান,খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শেখ মোঃ আবু হানিফ,মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত