খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে ডক্টরস্ কোয়ার্টার্সের বন্ধ ২য় গেটের সামনের এলাকা থেকে পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় আজ সোমবার ২৫ জানুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা মাদারীপুরের দুধখালী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে নগরীর তেতুলতলা মোড় এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মোঃ সাব্বির শেখ (২৮) ও নগরীর শেখপাড়া মেইন রোডের আকবর আলী লেনের রিপনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফারুক গাজীর ছেলে মোঃ সৌরভ ফরিদ গাজী (২৯)।
গতকাল রবিবার ২৪ জানুয়ারি দিবাগত রাত ১০টায় মোঃ সাব্বির শেখকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্য মতে, আজ সোমবার ভোরে নগরীর শিববাড়ী পাবলিক হলের দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন কবরস্থানের ভিতরে দেওয়ালের পাশ থেকে মোঃ সৌরভ ফরিদ গাজীর (২৯) কাছ থেকে ম্যাগজিনে একটি রাউন্ড গুলি লোডসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। সে শেখপাড়া মেইন রোডের আকবর আলী লেনের রিপনের বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফারুক গাজীর ছেলে।
এঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত