আজ ৩০ শে ডিসেম্বর “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্নাঢ্য বিজয় রেলি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ এর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, অধ্যাপক আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, তসলিম আহমেদ খান আশা, এডভোকেট সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল।
সমাবেশের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত