খুলনা নিষিদ্ধ জংগী সংগঠন আল্লাহর দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ৬, গ্রেফতারের সময় তাদের নিকট হতে উগ্রবাদীবইসহ সংগঠনের কার্যকলাপ সম্পর্কিত নথিপত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তাদেরকে গ্রেফতার করে।গ্রেফতাকৃতারা হলেন, থানা নায়েক মোঃ হাফিজুর রহমান (৩২), সদস্য মোঃ জিল্লুর রহমান (৩১), মোঃ আলমগীর হোসেন মুন্সি (৩০), মোঃ কাইয়ুম হোসেন (৩৩), মোঃ রাজিবুল আলম (৩৭), মোঃ সুমন ব্যাপারী (৩৩), মোঃ মুস্তাকিন হোসেন (২৬), মোঃ জাহাংগীর (২৯)।
র্যাব ৬ জানায়, খুলনার লবনচরা থানাধীন সালাউদ্দিন ইউসুফ সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কাইয়ুম আয়রন ওয়ার্কসপ এর মধ্যে নিষিদ্ধ জংগী সংগঠন আল্লার দলের গোপন বৈঠক চলছিলো। র্যাবের সদস্যারা গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে খুলনা লবনচরা থানা সংগঠনের নায়েক আমির সহ মোট ৮ সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী নথিপত্র, নগদ আঠারো হাজার নয়শত পঁচানব্বই টাকা ও ১৩ টি মোবাইল উদ্ধার করে।
র্যাব ৬ এর পরিচালক রওশানুল ফিরোজ জানায়, নিষিদ্ধ জংগী সংগঠন “আল্লা’র দল” দেশের বিদ্যমান পরিস্থিতিতে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। গ্রেফতার কৃত সদস্যরা দীর্ঘদিন যাবত এই সংগঠনের সাথে জড়িত বলে স্বীকার করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত