খুলনায় অবস্থানরত চারুশিল্পীবৃন্দের উদ্যোগে ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভাস্কর্য শিল্পী প্রশান্ত দাসের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ও ডিসিপ্লিন বিভাগের সহকারী অধ্যাপক শেখ সাদী ভূইয়া, সহকারী অধ্যাপক মো.তরিকত ইসলাম, শিক্ষক শহিদুল ইসলামসহ আরো অনেকে। এসময় তারা স্বাধীনতা বিরোধীদের ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত