আন্তর্জাতিক ২৯ তম প্রতিবন্ধী দিবস এবং ২২ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে –
“সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন খুলনা মহানগর ও জেলা এবং স্বপ্নবাস ওয়েলফেয়ার ওরগানাইজেশন, খুলনা”
এর সম্মিলিত উদ্যোগে –
আজ ০৩ ই ডিসেম্বর বৃহস্পতিবার নগরীর প্রাণকেন্দ্রে সিটি গালর্স কলেজ, বানরগাতি – এর অডিটোরিয়াম এ প্রতিবন্ধীদের মাঝে “স্বাস্থ্য সুরক্ষা মূলক সামগ্রী ও শীতবস্ত্র” বিতরণী কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় আজকের অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
জনসচেতনতা মূলক কাজ এবং মানবসেবায় আরোও এক ধাপ এগিয়ে আছে উভয় সংগঠন।
“মানবতার সেবায় দূর হোক অন্ধকার”, এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠান বক্তারা বক্তৃতা প্রদান করেন।
এ সময় উক্ত অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর – ভাইসচেয়ারম্যান -গাজী আলীম আল রাজী।
রোটাঃ ইন্জিনিয়ার ইমদাদুল ইসলাম – সভাপতি, মহানগর, খুলনা। এস.এম রাসেল – সভাপতি, খুলনা জেলা। শেখ আল রুবেল – সহসভাপতি, খুলনা মহানগর। এস. এম. নাজমুল হাসান -সহসভাপতি, খুলনা মহানগর। সাধারণ সম্পাদক তৌহিদা পারভীন রুমু- খুলনা মহানগরমোঃ সাজ্জাদ হোসেন প্রিন্স – খুলনা জেলা। মোঃ বুলবুল আহমেদ- সহসাধারণ সম্পাদক,খুলনা মহানগর। আফসানা আক্তার কেয়া -শিক্ষা সম্পাদক ,খুলনা মহানগর । ফকরুল হাসান -অর্থ সম্পাদক খুলনা মহানগর। বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- বাদশাহ মহাম্মদ হারুন ,
‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ ও’ স্বপ্নবাস ওয়েলফেয়ার ওরগানাইজেশন ‘এর আরও অনেক সদস্য গণ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত