মোঃ আরিয়ান আরিফঃ খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে জেলা বিএনপির আয়োজনে এ অনশন করা হয়।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে ও সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক,মো. কবির হোসেন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন,সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী,জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার প্রমুখ।
এ সময় অনশনে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানান। আর যদি বেগম খালেদা জিয়ার কিছু হয় তাহলে এর সকল দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত