1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

ক্ষুদ্রকুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছেঃ ভোলায় শিল্পমন্ত্রী

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে
ছোটন সাহাঃ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, ক্ষুদ্রকুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে। তাই কুটির শিল্পকে ধরে রাখতে উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার। এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদেন সব ধরনের সহযোগীতায় আমরা প্রস্তুত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে, তাই সরকারের পক্ষ থেকেই এ অঞ্চলে সার কারখানা স্থাপনের জন্য এরই মধ্যে  সম্ভ্যবতা যাচায়ের কাজ চলছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি পদ্মাসেতুকে কেন্দ্র করে দেশের দক্ষিনাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
ভোলার সুযোগ্য জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিিত্বে বিসিক শিল্পনগরির চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মোঃ জুয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ।
১৯৯৩ সালে ভোলা শহরের চরনেয়াবাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির উপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯ টি প্লটে ৫০ টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরি। ‘সি’ ক্যাটাগরির এই বিসিকে গ্যাস সংযোগ দেয়ার ঘোষনার  পর থেকেই  উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!