শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ আছে, তাই সরকারের পক্ষ থেকেই এ অঞ্চলে সার কারখানা স্থাপনের জন্য এরই মধ্যে সম্ভ্যবতা যাচায়ের কাজ চলছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ি পদ্মাসেতুকে কেন্দ্র করে দেশের দক্ষিনাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
ভোলার সুযোগ্য জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিিত্বে বিসিক শিল্পনগরির চত্বরে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, বিসিক উদ্যোক্তা সমিতির সভাপতি মোঃ জুয়েল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ।
১৯৯৩ সালে ভোলা শহরের চরনেয়াবাদ চৌমুহনী সংলগ্ন এলাকায় ১৪ একর জমির উপর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক স্থাপিত হয়। ২০০০ সালের দিকে ৮৯ টি প্লটে ৫০ টি কারখানা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিসিক শিল্পনগরি। ‘সি’ ক্যাটাগরির এই বিসিকে গ্যাস সংযোগ দেয়ার ঘোষনার পর থেকেই উদ্যোক্তারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন। অবশেষে সে স্বপ্ন বাস্তবায়ন হলো।