1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

এমপি মুকুলের উঠান বৈঠকে জনতার ঢল

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

এইচ এম জাকিরঃ প্রথমে দেখে মনে হতে পারে কোন এক বিশাল জনসভা। ইউনিয়নের একটি বিদ্যালয়ের নিচে লোকে লোকারণ্য। হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে কোথাও যেনো তিল পরিমাণ ঠাই নেই।

বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ০৭, ০৮ ও ০৯ তিনটি ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের উঠান বৈঠকের কথা। মাত্র তিনটি ওয়ার্ডের হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে উঠান বৈঠক যেন এক বিশাল জনসভায় রূপ নিয়েছে।

২৫ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪০নং পদ্মা মনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে দেখা যায় এমনই চিত্র।

ডাক দিয়েছেন মুকুল ভাই ঘরে থাকার সময় নাই, জাতীয় নির্বাচনে মুকুল ভাই আমরা সবাই তোমায় চাই, এভাবেই উপস্থিত কয়েক  হাজার নারী পুরুষদের কন্ঠে  স্লোগানে স্লোগানে কম্পিত পুরো এলাকা।   

এ সময় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল আবেগে আপ্লুত হয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মডেল হিসাবে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তার জন্য প্রয়োজন আপনাদের আন্তরিকতা ও ভালোবাসা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের সেই স্বপ্ন কখনো সফল হতে দেওয়া যাবেনা। কেননা তারা ক্ষমতায় এলে প্রতিশোধের নেশায় তারা হাজার হাজার লাশ ফালাবে। তাদের রাজনীতিই হচ্ছে আন্দোলনের নামে যানবাহনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মারা। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এমনকি জাতীয় সংসদ নির্বাচনে বেলেটের মাধ্যমে বর্তমান সরকার আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় এনে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোঃ বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন হায়দার, সভাপতি, বোরহানউদ্দিনের পৌর মেয়র  আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী, কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আমিন নিরব মিয়া সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জুলফিকার আলী তুহিন হাওলাদার সহ কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!