২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের অদূরে ছোট মির্জাপুরে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহা বিবিসি, দৈনিক সংবাদ, একুশে টেলিভিশন এবং নিউএজ পত্রিকায় কর্মরত ছিলেন।
তার দুই মেয়ে বড় মেয়ে নাতাশা যুক্তরাষ্ট্রে স্নাতক পাশ করে সেখানে চাকরি করছেন। ছোট মেয়ে পর্শিয়াও যুক্তরাষ্ট্রে স্নাতক পড়ছেন।
মানিক সাহা ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়। তিনি খুলনা আপামর শ্রমজীবী মানুষের দুর্দশার কথা তুলে ধরতেন। সদা হাস্য উজ্জ্বল ও মিতভাষী মানিক চন্দ্র সাহা খুলনায় সাংবাদিকদের আইডল হিসেবে অনেকের মনের মনিকোঠায় রয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত