ইঞ্জিন বিকল হয়ে ১৫ দিন ধরে ভারতীয় জলসীমায় ভাসতে থাকা বাংলাদেশী ফিসিং ট্রলারসহ ১৯ জেলে উদ্ধার মোংলা ইঞ্জিন প্রোফেলর বিকল হয়ে ভাসতে ভাসতে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় চলে যাওয়ার ১৫ দিনের মাথায় সেদেশীয় কোস্ট গার্ড ট্রলারটিকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে মোংলা উদ্ধার হওয়া ওই ট্রলার ও জেলেদেরকে আনা হয়। এরপর ট্রলার মালিককে তার ট্রলার ও জেলেদেরকে বুঝিঁয়ে দিয়েছে মোংলা কোস্ট গার্ড। ট্রলার মালিক ও জেলেদের বাড়ী কক্সবাজারে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র মোংলা মিডিয়া কর্মকতার্ লে: কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এফ,ভি রানা নামের ফিসিং ট্রলারটিতে ১৯ জন জেলে গত ১৫ নভেম্বর গভীর সাগরে মাছ ধরার জন্য যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত