আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান ওরফে টিটু শরীফ হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের জেল দেওয়া হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার (জেলা ও দায়রা জজ) ওই রায় ঘোষণা করেন।
আসাদুজ্জামান গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। ২০১৮ সালের জুলাই মাসে বেলা সাড়ে ১২টার দিকে নড়াইলের নড়াগতী থানার শিংগাতী গ্রামে রাস্তার ওপর আসামিরা তাঁকে কুপিয়ে হত্যা করেন। ওই মামলায় মোট ৩১ জন আসামি ছিলেন। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় আদালত তাঁদের বেকুসুর খালাস প্রদান করেছেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইলের নড়াগাতী থানা এলাকার সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কর চৌধুরী, সোহেল চৌধুরী, পলাশ খাঁ, তুহিন মোল্লা, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী এবং বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকার শহিদুল শেখ, মশিউর চৌধুরী, অলিউল্লাহ চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।
খুলনা দ্রুত বিচার ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান বলেন, ওই মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। মোট ৩৫ জনের মধ্যে ৩১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত