ডেক্স রিপোর্টঃ আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না। তবে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতেই মূলত নৌবাহিনীকে আরো আধুনিক ও সুসজ্জিত করা হয়েছে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ জুলাই) দুপরে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত নতুন ঘাঁটি বানৌজা শের-ই-বাংলার কমিশনিং করেন তিনি। উদ্বোধন করেন চারটি জাহাজ ও চারটি ল্যান্ডিং ক্রাফটের। প্রধানমন্ত্রীর পক্ষে কমিশন ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন নৌঘাঁটি ও জাহাজগুলো বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে। মৎস্য সম্পদসহ সাগরের সম্পদ যাতে কেউ চুরি করতে না পারে সেজন্য ভূমিকা রাখবে।
সরকার প্রধান জানান, ২০০৯ থেকে ২০২৩-এ বদলে গেছে আজকের বাংলাদেশ। এই বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত