1. info@www.skytvnews24.com : Sky TV News 24 :
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

আফগানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্টঃ  তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। দলীয় শক্তি, কন্ডিশন, দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক পরিসংখ্যানে আফগানিস্তানের থেকে পরিস্কার এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিকদের সঙ্গে লড়াই করার সামর্থ্যও আছে সফরকারীদের। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল শতভাগ ফিট না থাকলেও প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন টাইগার এই অধিনায়ক।

বুধবার (৫ জুন) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নামছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়। চলতি বছরেই ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশের জন্য এই সিরিজটি পরীক্ষা-নিরীক্ষারও। বাংলাদেশ একাদশের প্রথম ছয় পজিশনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তামিম-লিটন ওপেন করবেন। ওয়ান ডাউনে নাজমুল হোসেন শান্ত। এরপর নামবেন সাকিব, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম।

নতুন করে শেষ কয়েক সিরিজে ছয় নম্বর পজিশনে ব্যাট করছেন মুশফিকুর রহিম। এছাড়া দুই সিরিজ পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেনকে বাজিয়ে দেখতে পারেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সেক্ষেত্রে সাত নম্বর পজিশনেই দেখা যেতে পারে তাকে। আটে ব্যাট করবেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া নয়ে তাসকিন আহমেদ, দশে হাসান মাহমুদ এবং এগারোতে দেখা যেতে পারে মোস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং
error: Content is protected !!