শিক্ষক ডটকম
বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র ড. রাগিব হাসান ২০১২ সালের আগস্ট মাসে শিক্ষক ডটকম (http://www.shikkhok.com/) ওয়েবসাইটটি চালু করেন। এ সাইটে ফ্রিল্যান্স কর্নার, মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট, কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, ভাষা, স্কুল ও কলেজ, উচ্চশিক্ষা ও প্রস্তুতি, লাইফ স্কিল্স, গণিত, জীববিজ্ঞান, বাণিজ্য প্রভৃতি বিষয়ের উপর অগণিত লেকচার পাওয়া যাচ্ছে এবং নিত্যনতুন বিষয় যুক্ত হচ্ছে।
এখানে স্বস্বক্ষেত্রে দক্ষ ও উজ্জ্বল একদল শিক্ষক স্বেচ্ছায় বিনামূল্যে গুরুত্বপূর্ণ লেকচার প্রদান করেন। প্রযোজ্যক্ষেত্রে প্রায় প্রতিটি লেকচারের সাথেই থাকে ভিডিও টিউটোরিয়াল। শিক্ষকগণ বিনামূল্যে লেকচার প্রদান করলেও লেকচারগুলোতে মান, আন্তরিকতা ও নতুনত্বের বিন্দুমাত্র ঘাটতি নেই। প্রায় প্রতিটি লেকচারই উচ্চমান সম্পন্ন। অনলাইনে বাংলায় পড়াশোনার এখন পর্যন্ত এটিই সেরা ওয়েবসাইট। কাজের স্বীকৃতি স্বরূপ এ ওয়েবসাইটি ইতিমধ্যেই গুগল রাইজ অ্যাওয়ার্ড(২০১৩), আইএসআইএফ অ্যাওয়ার্ড (২০১৩), দ্য বব্স ইউজার অ্যাওয়ার্ড (২০১৩), ইন্টারনেট সোসাইটি (ISOC) কমিউনিটি গ্রান্ট (২০১৪) নামক বিশ্ববিখ্যাত পুরস্কার অর্জন করেছে।
খান অ্যাকাডেমি বাংলা
বিল গেটস তাঁর সন্তানদের পড়াশোনার জন্য খান অ্যাকাডেমির (https://www.khanacademy.org/) সহায়তা নিয়েছেন৷ বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের তৈরি এই ওয়েবসাইটটি এমনই অসাধারণ৷ওয়েবসাইটের সবগুলো লেকচারই ভিডিওতে তৈরি। এসব ভিডিও বাংলায় পাওয়া যায় ‘খান অ্যাকাডেমি বাংলা ডটকম‘ (http://khanacademybangla.com/)-এ। এ পর্যন্ত ৫৯টি বিষয়ের বাংলা ভিডিও পাওয়া যাচ্ছে ওয়েবসাইটটিতে। এসব ভিডিওর অধিকাংশই অনুবাদ, রিভিউ, ডাবিং করছেন শায়ের রহমান, আরিফ জামান, ফজলুল কবির, বাকী বিল্লাহ, রেজওয়ানা আখতার। সবগুলো ভিডিওই এডিটিং করেছেন শায়ের রহমান।
সৃজনশীল ডটকম
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের কাছাকাছি পৌঁছে দিতে প্রবর্তিত হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় ভালো করার উপায় হলো পাঠ্য বইয়ের পড়াগুলো ভালোভাবে অনুধাবন করে পড়া এবং প্রচুর অনুশীলন। একটি অধ্যায় কিংবা কয়েকটি অধ্যায় পড়া শেষে যেন একজন শিক্ষার্থী পর্যাপ্ত অনুশীলন করতে পারে এবং সেই সাথে নিজের প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারে, সে উদ্দেশ্যেই http://www.srijonshil.com/ অনলাইন সেলফ অ্যাসেসমেন্ট সার্ভিসটি চালু করা হলো। এখানে শিক্ষার্থীরা সারা বছর জুড়ে ঘরে বসেই তাদের সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারবে। এছাড়া, এই সাইটটিতে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজুয়্যাল টিউটোরিয়্যাল দেয়া আছে। এগুলো শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সর্বোপরি, সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য থাকছে সৃজনশীল পদ্ধতি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ক্লিপ।
একজন শিক্ষার্থী যেন ঘরে বসেই তার সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারে সে লক্ষ্যে চালু হয়েছে এই ওয়েবসাইটটি৷ এর মাধ্যমে শিক্ষার্থী তার নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে পারে৷ এছাড়া এই সাইটে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজ্যুয়াল টিউটোরিয়ালও রয়েছে৷
চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম
ইংরেজি দৈনিক ডেইলি স্টারের উদ্যোগে চালু হওয়া এই ওয়েবসাইটে (http://www.champs21.com) ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান ও ইংরেজির ওপর বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে৷ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এ থেকে উপকৃত হতে পারেন৷
ইউটিউবে বাংলা শিক্ষা
বিদেশে বসবাসরত বাংলাদেশের বর্তমান প্রজন্মকে নোয়াখালির মেয়ে সাওসান ইউটিউবে বাংলা শেখানোর চেষ্টা করছেন৷ ভিন্নভাষী যারা বাংলা শিখতে আগ্রহী কিংবা বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাঙালি প্রজন্ম, যাঁদের কাছ থেকে বাংলা ভাষা ক্রমশ হারিয়ে যাচ্ছে, তাঁদের জন্য এই ভিডিও চ্যানেল http://www.youtube.com/84Enchantress। এই চ্যানেলটি ২০১২ সালে ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ‘বেস্ট ভিডিও চ্যানেল’ ক্যাটেগরিতে মনোনীত হয়েছিল৷
চমক হাসান-এর চমক
গণিতের মতো জটিল বিষয়কে আনন্দের সঙ্গে শেখানোর চেষ্টা করছেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে যুক্তরাষ্ট্রে পিএইচডি গবেষণারত চমক হাসান৷ এক সময় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সামনাসামনি গণিত শেখালেও প্রবাসে থাকার কারণে এখন তাঁর মাধ্যম ইউটিউব চ্যানেল http://www.youtube.com/ChamokHasan
অনলাইন এডুকেয়ার ডটকম
এটি ইংরেজি গ্রামার শেখার চমৎকার একটা সাইট। এই ওয়েবসাইটে সকল প্রকার ইংরেজি ব্যাকরণের নিয়মসমূহ এবং নিয়মের উপর অসংখ্য উদাহরণ রয়েছে। এছাড়াও এখানে রয়েছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার স্কুলগুলোর সিলেবাস ভিত্তিক সকল Paragraph, Letter, Composition, Dialogue. এছাড়া ও পিএসি, জেএসসি, এসএসসি, ও এইচএসসি পরীক্ষার ইংরেজি বইয়ের আলোকে বিভিন্ন মডেল টেস্ট। এছাড়াও বিভিন্ন কোচিং সেন্টার থেকে সংগৃহীত শিক্ষকদের তৈরি হ্যান্ড নোট ওয়েব সাইটের ঠিকানা http://onlineeducare.com/
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত